ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গান গাই‌লেন আব্রাম-কাঁদ‌লেন অপু বিশ্বাস, দেখুন ভিডিও সহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ৩০ ১৩:১৬:০৮
গান গাই‌লেন আব্রাম-কাঁদ‌লেন অপু বিশ্বাস, দেখুন ভিডিও সহ

মা-বাবাকে নিয়ে সুরে সুরে গাইলেন ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ'। জ‌য়ের এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

তবে এবার মাকে নিয়ে গান গাইলেন জয়। আর তার গান শু‌নে অনেকের চোখই ভারি হয়ে উঠে। বুধবার (২৯ জানুয়ারি) অপু বিশ্বাসের বাসভবনে সরস্বতী পূজা উপলক্ষে আ‌য়ো‌জিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘ‌টে।

জানা যায়, বুধবার অনুষ্ঠা‌নে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল জয়। একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে জয় গে‌য়ে শোনায়-

‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো

গোলাপকে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মতো

মা যে আমার সবার সেরা

অনন্ত কাল অবিরত।...’জ‌য়ের ভাঙা ভাঙা ক‌ণ্ঠে গানটি শু‌নে আবেগে কেঁদে ফেলেন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত অনেকেই ইমোশনাল হয়ে পড়েন। তাৎক্ষণিক তা ভিডিও করেন নায়িকা তমা মির্জা। তিনি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে