ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আমি সরকার বিরোধী নই, আমি জামায়াত বা কোন দলের প্রোডাক্ট নইঃ আজহারী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ৩০ ১০:৫৯:১৯
আমি সরকার বিরোধী নই, আমি জামায়াত বা কোন দলের প্রোডাক্ট নইঃ আজহারী

আজহারী। “আমি কোন দলের এজেন্ট বা প্রোডাক্ট নই”। এমন মন্তব্য করে বর্তমান সময়ের আলোচিত বক্তা ড. মিজানুর রহমান আজহারী বুধবার রাতে তার ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়েছেন।

তার ফেসবুক পোষ্টে তিনি বলেছেন,“আমি কোন দলের এজেন্ট বা প্রোডাক্ট নই। আর কোন রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারিতে রুপ নিয়েছে। আর সেটা যখন প্রকাশ্যে, গণমাধ্যমে, দেশের কোন উচ্চ পদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

তিনি আরও লিখেন, “একজন দা’ঈ ইলাল্লাহর কোন দল নাই। তিনি সকল দলের, সকল মানুষের। তাদেরকে দলীয়করণ না করে ব্যাপক ভাবে দ্বীনের খেদমতের সুযোগ করে দেওয়া উচিত। দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত।”

“আমি সরকার বিরোধী নই। আমি অন্যায় বিরোধী। তাই, কোন অন্যায় দেখলে সে ব্যাপারে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। এবার সে অন্যায় যেই করুক না কেন, যে দলই হোক না কেন।”

তিনি পোস্টে আরও লিখেন, “আমার মিশন হল এদেশে ইসলামের মধ্যমপন্থার সৌন্দর্য্যকে প্রমোট করা। যেটাকে আরবীতে বলে আল-ওয়াসাতিয়্যাহ। জীবন যাপনে ভারসাম্য, চিন্তায় ভারসাম্য, কাজে ভারসাম্য, এবং আচরণে ভারসাম্যপূর্ণ মুসলিম তৈরী করা।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে