ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

তাওয়াফ করে ভক্তের মুমুর্ষু মায়ের সাথে সাকিবের আলাপন, শেষ ইচ্ছে পূরণের পর না ফেরার দেশে সেই মা*** প্যারাগুয়ে নয় আর্জেন্টিনাকে হারালো ব্রাজিলিয়ান রেফারি, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কোচ স্কালোনি*** পুরো ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে হঠাৎ করে বিদায় নিলেন জনপ্রিয় তারকা পেসার টিম সাউদি*** আল্লাহর জিকিরে আসে আত্মার প্রশান্তি*** আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের শর্ট লিস্ট তৈরি আছেন এক বাংলাদেশী ক্রিকেটার*** পর্তুগাল–পোল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময় সূচি*** চরম উত্তেজনায় অবিশ্বাস্য ভাবে শেষ আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল***

‘ও প্রিয়া তুমি কোথায়’-আসিফের এই অ্যালবামের ২০তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ২৯ ১৬:৩১:৫৩
‘ও প্রিয়া তুমি কোথায়’-আসিফের এই অ্যালবামের ২০তম জন্মদিন আজ

অ্যালবামটি ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। ইন্ডাস্ট্রিতে যে রেকর্ড আর কখনো কোনদিন ভাঙ্গবেনা। আসিফ আকবর ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন এক নতুন সম্ভাবনার স্বপ্ন। প্রায় একাই ইন্ডাস্ট্রিকে টেনেছেন এক দশকেরও বেশি সময়।

২৯ জানুয়ারি ২০০১ সাল। বিশ বছর আগে কথা। প্রথমে ঢাকার বাইরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তবে টাইটেল গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রথম থেকে এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়।

ও প্রিয়া তুমি কোথায় গানের দুই দশক পূর্তিতে গায়ক আসিফ বলেন, আজকের দিনটা অনেক আবেগের আমার কাছে। এই দিনে গায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করলাম। আমি ইথুন বাবু ভাই, সাউন্ডটেকের কাছে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বেশি ভালোবাসা রইলো আমার গানের শ্রোতাদের প্রতি। তাদের জন্যই আজ আমি আসিফ আকবর হয়েছি। জগতের সকল প্রিয়ারা ভালো থাক, সুখে থাক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে