ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সাবধানঃ ইসরায়েলেও পৌঁছে গেছে করোনা ভাইরাস, আস্তে পারে বাংলাদেশেও

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ২৬ ১০:৫১:৪০
সাবধানঃ ইসরায়েলেও পৌঁছে গেছে করোনা ভাইরাস, আস্তে পারে বাংলাদেশেও

এদিকে চীন থেকে ফেরা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে সন্দেহ করছে ইসরায়েল। শনিবার ওই ব্যক্তিকে তেল আবিবের শেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর রয়টার্স ও জিউস প্রেসের বরাত দিয়ে জানা যায়, পশ্চিমা দেশ ইসরায়েলে এর আগেও কয়েকজনকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেসব ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পর ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু গত শনিবার ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে সন্দেহ করছে ইসরায়েল।

এই ব্যাপারে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনে ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস যাতে ইসরায়েলে ছড়িয়ে পড়তে না পারে তাই সেখান থেকে আসা সব যাত্রীর শারীরিক পরীক্ষা শেষে তবেই দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে। কাউকে সন্দেহ হলে তাকে অন্য রোগীদের থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে পরীক্ষা করা হলেও তাদের কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে