ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ফরিদপুরে আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ২৪ ১১:০০:১৯
ফরিদপুরে আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাট জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন জননন্দিত বক্তা ড. মিজানুর রহমান আল আজহারী। মুগ্ধ হয়ে তার বয়ান শোনেন উপস্থিত সকল বয়সের মানুষ।

এর আগে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান ড. মিজানুর রহমান আল আজহারী। তার আগে থেকেই আজহারীকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে বিভিন্ন বয়সের মানুষ আসতে শুরু করেন। ড. আজহারী আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিলস্থল।

মাহফিল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

সরদার আউয়াল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে আজহারীর বয়ান শেষ হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে