আজব সমঝোতা: দুই স্ত্রী'র কাছে তিন দিন করে থাকবেন স্বামী, আর একদিন 'ছুটি'
![আজব সমঝোতা: দুই স্ত্রী'র কাছে তিন দিন করে থাকবেন স্বামী, আর একদিন 'ছুটি'](https://www.24updatenews.com/thum/article_images/2020/01/23/p-1.jpg&w=315&h=195)
স্বাভাবিকভাবেই এই মামলায় অবাক হয়েছেন সবাই। ব্যক্তির নাম রাজেশ। তার দুই স্ত্রী। কিন্তু, সময় কা'টানো নিয়ে দুই স্ত্রী'র মধ্যে ঝা'মে'লা তৈরি হওয়াতেই স'ম'স্যা হয়। পুলিশের কাছে হা'জির হয় দু'জনে। প্রায় প্রত্যেক দিনই থানায় গিয়ে হাজির হচ্ছিল তারা। আর তাতে বেজায় বি'পাকে পড়ে পুলিশ। গত শনিবার দ্বিতীয় স্ত্রী ফের হাজির হন থানায়।
থানায় গিয়ে বলেন, 'পাঁচ দিন হয়ে গিয়েছে, স্বামী আসেনি। কিছু একটা করুন।' এরপরই পুলিশ দুই স্ত্রী'কে নিয়ে থানায় আসতে বলে রাজেশকে। পুলিশের উপস্থিতিতেই সমঝো'তায় আসে তারা। পুলিশের সামনেই ঠিক হয়, সপ্তাহের প্রথম তিন দিন প্রথম স্ত্রী'র কাছে থাকবে রাজেশ, পরের তিনদিন থাকবে দ্বিতীয় স্ত্রী'র কাছে। আর এক দিন 'অফ ডে।'
গত বছরের শেষে একটি ঘটনায় দুই স্ত্রী'র কাছে মা'র খেয়েছিলেন এক যুবক। মাত্র ২৬ বছরেই দুটো বিয়ে সেরে ফেলেন এক যুবক। থেমে থাকেননি, আরও একটা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এরপরই প্রথম দুই স্ত্রীয়ের কাছে বেধ'ড়ক মা'র খেলেন তিনি। আর এই পি'টুনি যেখানে সেখানে নয়, একেবারে থানার সামনেই হল।
তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এই ঘটনা ঘটেছিল। ২০১৬ সালে প্রথম বিয়েটি করেন, দিব্যি চলছিল সংসার। তারপর আবার এ বছরে এপ্রিল মাসেও আরেকটি বিয়ে করে ফেলেন। এরপর ফের ম্যাটরিমনিয়াল সাইটে দিয়ে দিয়েছিলেন নিজের ছবি। কারণ আরও এক মহিলাকে বিয়ে করতে চান তিনি।
ঘটনার কথা জানার পর থেকেই, তার প্রথম দুই স্ত্রী বারবার তার অফিসের সামনে ধর্ণায় বসছিলেন। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে সেই ধর্ণা তোলে, দুই স্ত্রী এবং অ'ভিযু'ক্ত যুবককে থানায় ডাকেন। থানার সামনে পৌঁছে, দুই স্ত্রী এবং তাদের পরিজনরা ওই যুবকের উপর গুছিয়ে হাতের সুখ করে নেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
- ১৪৪ ধারা জারি
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যুক্ত হচ্ছে আরও ৪ ক্রিকেটার
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বাংলাদেশের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কথায় নতুন বার্তা
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- বিপিএল শেষ, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- ভিসা বন্ধ ঘোষণা
- লাখ টাকা পারিশ্রমিক নিলেন জেমি নিশাম
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি