ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আফরান নিশোকে অপমান করে যা বললেন ইলোরা গহর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ২০ ২৩:৪৪:২০
আফরান নিশোকে অপমান করে যা বললেন ইলোরা গহর

উপস্থাপকের প্রশ্নে এ প্রজন্মের কয়েকজন অভিনেত্রীদের নাম বলে প্রশ্ন করলে তিনি তাদের সম্পর্কে কিছুই জানেন না এবং তাদেরকে চিনেন না বলেও জানান।

আবার অভিনেতাদের মধ্যে, সজলের অভিনয় অনেক ভালো। আবার অপূর্বের অভিনয় ভালো না। সে শাহরুখ খান স্টাইল থেকে বের হতেই পারে না। এছাড়াও আফরান নিশো একদম অন্য ধ্যাচের, কিন্তু অভিনয় করতে পারে না। নীলয় অনেক ভালো অভিনয় করে। মায়াবী চেহারা তার।

ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এখন আমাদের শাকিব খান আছে। শাকিব খানকে স্যালুট। শাকিব খান বর্তমান সিনেমাকে টিকিয়ে রাখছে। শুভরাও শাকিব খানের ওই পর্যন্ত যেতে পারেনি। এছাড়া এবিএম সুমন খুব ভালো অভিনয় করে।

নায়িকাদের নিয়ে ইলোরা বলেন, সিনেমায় কবরী,ববিতা, শাবানা এরা বাংলাদেশে অনেক ভালো অভিনেত্রী। এছাড়া অন্যকেউ দেখি না। এমনকি মৌসুমি, শাবনূর, পূর্ণিমা তারাও যেতে পারেনি শাবানা,ববিতা, কবরীদের কাছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে