ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিয়ের পরদিনই আইসিইউতে ভর্তি দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ১৭ ২১:৩২:২১
বিয়ের পরদিনই আইসিইউতে ভর্তি দীপঙ্কর দে

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে দীপঙ্করের স্ত্রী দোলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ও দীর্ঘ দিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। আজ বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁতে বিয়ে সেরেছিলেন দীপঙ্কর-দোলন। কিন্তু এক দিনের মধ্যেই দীপঙ্করকে ভর্তি হতে হল হাসপাতালে।

এদিকে গতকাল বৃহস্পতিবার ঘরোয়া ভাবে কাছের কিছু বন্ধুদের নিয়ে বিয়েটা সেরে নিয়েছিলেন ওই জুটি। অনেক দিন ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। গত কাল ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করেন দীপঙ্কর-দোলন। দীপঙ্কর পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবী। দোলনও কিছু কম যান না।

এদিন বরকে টেক্কা দিয়ে তিনি পড়েছিলেন লাল রঙা বেনারসী। সঙ্গে মানানসই গয়না। দীপঙ্করের বর্তমান বয়স ৭৫। আর দোলনের ৪৯। কিন্তু কেমিস্ট্রি এখনও একইরকম। দীপঙ্করের অসুস্থতায় ভেঙে পড়েছেন স্ত্রী দোলন। সুত্রঃ আনন্দবাজার পত্রিকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে