ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মারা গেলেন শোয়েব মালিক

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ১৪ ১৬:৫৪:১৫
পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মারা গেলেন শোয়েব মালিক

স্থানীয় পুলিশ আধিকারিক হাসান ইকবাল পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই অঞ্চলে বিমানটি থেকে কী'টনাশক ছি'টানোর কাজ করা হচ্ছিল। সেই সময় ছোট ওই বিমানটিতে পাইলট ও ইমরান খান সরকারের খাদ্য রক্ষা বিভাগের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। হঠাত করেই এলাকার উপর বড়সড় বি'স্ফোর'ণের শব্দ শোনা যায়। দেখা যায় বিমানটি একটি খোলা মাঠের উপর ভে'ঙে পড়েছে। দু'র্ঘট'নায় বিমানটিতে থাকা দুইজনই নিহ'ত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

একই সঙ্গে হাসান ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রু'টির কারণেই বিমানটি ভে'ঙে পড়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নিহ'ত দুইজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। বিমানটির পাইলট শোয়েব মালিক এবং অপরজন হলেন কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট। গত কয়েকমাস ধরে খাদ্য শস্যতে পোকার ব্যাপক আ'ক্রমণ বেড়েছে। আর সেই কারনে বিমান থেকে ওই সমস্ত অঞ্চলে কী'টনাশক ছেটানোর কাজ করা হচ্ছিল। তবে এভাবে মাঝ আকাশে থেকে বিমান ভে'ঙে পড়ার ঘটনায় তী'ব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে