ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ১১ ১৭:৫৩:১৩
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

বিজিবি জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ি গ্রামের তমিজ উদ্দীনের ছেলে সাবুল ইসলামসহ কয়েকজন মিলে পাড়িয়া সীমান্তের ৩৮৭ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।

পরে স্থানীয়রা কাঁটাতারের পাশে লাশ পরে আছে এমন খবর বিজিবিকে জানায়। বিজিবি শনিবার দুপুরে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে তারা আগ্রহ দেখায়। পরে পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ৩৮৭ নং পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চায়।

এ বিষয়ে পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ জানান, ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। সন্ধ্যায় লাশ ফেরত দেয়ার কথা জানিয়েছে বিএসএফ। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে