ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ইতিহাসে সর্ববহৎ জানাযা আদায় করল ইরান, জেনে নিন যত লাখ মানুষ উপস্থিত ছিলেন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ০৯ ১৪:০৮:৪৪
ইতিহাসে সর্ববহৎ জানাযা আদায় করল ইরান, জেনে নিন যত লাখ মানুষ উপস্থিত ছিলেন

সোমবার সকালে, ই’রানের রাজধানী তে’হরানের তে’হরান বিশ্ববিদ্যালয় চত্বরে নি’হত কমান্ডারদের জানাযার নামাজ পড়ান ই’রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খো’মেনী। এরপর বিকালে, জেনারেল সো’লাই’মানিসহ বাকি কমান্ডারদের ম’র’দেহ তে’হরানের দক্ষিণে অবস্থিত কোম নগরীতে নেয়া হয়। সেখানকার জানাযায়ও লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। বুধবার, ই’রানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল সো’লাইমানির জন্মস্থানে তার শেষ জানাযা অনুষ্ঠিত হওয়ার পর তার ম’রদেহ দা’ফন করা হয়।

এর আগে, শনিবার ই’রাকের কাজেমাইন, বা’গদাদ, কার’বালা ও না’জাফ শহরে আলাদা আলাদাভাবে মা’র্কিন হা’ম’লায় নি’হতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসব নামাজে ই’রাকের লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ