ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হৃদরোগ আক্রান্ত হয়ে সিসিইউতে জাহাঙ্গীর কবির নানক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ০৬ ১৫:০০:৪০
হৃদরোগ আক্রান্ত হয়ে সিসিইউতে জাহাঙ্গীর কবির নানক

সোমবার (৬ জানুয়ারি) সকালে বুকে ব্যথা নিয়ে নানক ল্যাবএইড হাসপাতালে এলে তাকে সেখানে ভর্তি করানো হয়।

নানকের একান্ত সহকারী বিপ্লব জাগো নিউজকে বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর বুকে ব্যথা অনুভূত হলে তিনি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে যান। পরে এনজিওগ্রাম করা হলে (হৃদযন্ত্রের রক্তনালীতে) দুটি ব্লক ধরা পড়ে। কিছুক্ষণ আগে তার হার্টে একটা রিং পরানো হয়। এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে।

জাহাঙ্গীর কবির নানক গত ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে