ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এবার বিয়ের পিঁড়িতে বসছেন পূর্ণিমা-নোবেল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ০৬ ১০:৪৯:৩৭
এবার বিয়ের পিঁড়িতে বসছেন পূর্ণিমা-নোবেল

সময়ের সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী ঢালিউডে নিজেদের যায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তার মধ্যে পূর্ণিমা অন্যতম। বিভিন্ন কারনে বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। ফের খবরের শিরোনাম হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সম্প্রতি, ওমরাহ পালন করার জন্য মা ও মেয়েকে নিয়ে তিনি সৌদি আরব গেছেন। এমতাবস্তায় সিনেমাপাড়ায় গুঞ্জন চলছে হয়তো আর রুপালি পর্দায় দেখা যাবেনা এই ‘বিউটি কুইনকে’।

এই বিষয়ে মেসেঞ্জারে পূর্ণিমা বলেন, দেশে ফিরেই ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করবো। এই নাটকে আমি প্রথমবারের মতো নোবেলের নায়িকা হবো।

জানা যায়, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম।

নাটক প্রসঙ্গে পরিচালক শেখ সেলিম বলেন, আগামী ঈদের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে। নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা-নোবেলকে।

প্রসঙ্গত, পূর্ণিমার চলচ্চিত্রে আগমন ঘটে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। এরপর বেশ কয়েকটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন তিনি। যার ফল হাতে নাতেই পেয়েছেন এই তারকা অভিনেত্রী। ২০১০ সালে ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে