ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

এবার যুদ্ধের লাল পতাকা ওড়াল ইরান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ০৫ ১৪:৩৩:১২
এবার যুদ্ধের লাল পতাকা ওড়াল ইরান

শিয়া সংস্কৃতিতে লাল পতাকা, অন্যায় র’ক্ত’পাতের বদলা নেওয়ার প্রতীক।

জানা যায়, দেশটি শনিবার শিয়াদের পবিত্র নগরী ক্বোমের প্রখ্যাত জামকারান মসজিদের সর্ব্বোচ্চ গম্বুজে র’ক্তলাল পতাকা ওড়ায়। ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে র’ক্তলাল পতাকা ওড়ানো হয়েছে, যেখানে লেখা রয়েছে ‘যারা হোসেনের র’ক্তের বদলা নিতে চায়’।

এই পতাকা ওড়ানোর আগে ই’রাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে। তবে বাগদাদের মার্কিন স্থাপনায় কারা হা’ম’লা চালিয়েছে তা এখনও কেউ নিশ্চিত করেনি।

ওই হা’ম’লায় একযোগে ৫টি রকেট ছোড়া হয়। এতে এখন পর্যন্ত ৫ জন আহত বলে জানা গেছে।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ