ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ডিএসই’র ১১ সুপারিশ

২০২০ জানুয়ারি ০৪ ১২:৫০:২১
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ডিএসই’র ১১ সুপারিশ

অর্থমন্ত্রীর সঙ্গে অনু্ষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ তুলে ধরেন ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম। বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনারবৃন্দ এবং ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ডিএসইর উপস্থাপন করা সুপারিশ ১১ সুপারিশ হল:-

০১. পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করা;

০২. পুঁজিবাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি করা;

০৩. রাষ্ট্রয়াত্ত্ব কোম্পানির শেয়ার পুঁজিবাজারে নিয়ে আসা;

০৪. টি-বন্ডের লেনদেন যথাশীঘ্র চালু করা;

০৫. বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উদ্বুদ্ধ করা;

০৬. গ্রামীণফোন এবং বিটিআরসির দ্বন্দ্বের দ্রুত নিষ্পত্তি করা;

০৭. ডিএসই এবং পুঁজিবাজারের লেনদেনের উপর কর হ্রাস করা;

০৮. অডিট রিপোর্টের স্বচ্ছতা নিশ্চিত করা;

০৯. পুঁজিবাজার উন্নয়নে আইসিবি ও অন্যান্য সংস্থার সক্ষমতা বৃদ্ধি করা;

১০. পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা এবং

১১. উচ্চ ক্ষমতা সম্পন্ন সমন্বয় কমিটি গঠন করা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে