ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফেসবুকে লাইভ, অতপর...

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ০৪ ১২:১৫:৪৮
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফেসবুকে লাইভ, অতপর...

তাই বলে দ্রুতগতিতে গাড়ি চালাতে চালাতে ফেসবুকে লাইভে আসাটা একেবারেই বোকামি আর বিপজ্জনক কাজ।

এবার এমন কাণ্ডটিই করে বসলেন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের ২৩ বছর বয়সী এক যুবক। তার নাম কেনেথ হফলার। তিনি ফেসবুক লাইভে এসে দ্রুতগতিতে গাড়ি চালান। তবে ভাগ্য তার সহায় ছিল। এ কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, মহাসড়কে প্রচণ্ড গতিতে চলছে কেনেথ হফলারের গাড়ি। যানজটের কারণে গতি কিছুটা কমাতে হয়েছে তাকে। কিন্তু সুযোগ পেলেই আবার স্পিডগিয়ারে পা রাখেন। এদিকে স্পিডোমিটার ছাড়িয়ে গেছে ১৬০ কিলোমিটারের কাঁটা। একসময় এমন গতিতে গাড়িটি গিয়ে উপসড়কের বাঁকে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উল্টে যায় গাড়িটি।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার কানেক্টিকাটের গোল্ড স্টার মেমোরিয়াল ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে রওনা হন হফলার। গাড়ি চালানোর লাইভ করার সময় গাড়িটি ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বড় কিছু ঘটতে পারত। তবে সামান্য জখম হলেও প্রাণে বেঁচে গেছেন হফলার।

সিট বেল্ট বাঁধা ছিল বিধায় কেনেথ বড় দুঘর্টনায় পড়েননি বলে জানিয়েছে কানেক্টিকাটের পুলিশ। তবে আইনলঙ্ঘন ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা। তার লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া বিমা না করা গাড়ি চালানো, মারিজুয়ানা সেবনের মতো গুরুতর অভিযোগে কারাবন্দি করা হয়েছে হাফলারকে।

পরে কানেক্টিকাটের পুলিশ তাদের ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি পোস্ট করে এভাবে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফেসবুক লাইভে না আসতে সতর্কবার্তা দিয়েছেন।

কেনেথ হফনারের গাড়ি চালানোর সেই লাইভটি দেখুন -

সুত্রঃ যুগান্তর

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ