ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

থার্টি ফাস্টে হাসপাতালে গানের কনসার্ট

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ০১ ১৯:০২:৫৪
থার্টি ফাস্টে হাসপাতালে গানের কনসার্ট

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খ্রিস্টীয় নতুন বছরকে বরণে হাসপাতাল প্রাঙ্গণেই একটি ওষুধ কোম্পানির অর্থায়নে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জন ডা. শাহ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আবু সাঈদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেনসহ হাসপাতালের অধিকাংশ চিকিৎসকরা।

তবে, উচ্চ স্বরে গান-বাজনার কারণে হাসপাতালের রোগীরা মারাত্মক সমস্যায় পড়ে। এমন অনুষ্ঠান আয়োজনে পুলিশের অনুমতি নেয়ার নির্দেশনা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা নেয়নি।

এদিকে স্থানীয়রা বলছেন, যেখানে হাসপাতালের সামনে গাড়ির হর্ন বাজানোই নিষেধ, সেখানে সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ স্বরে গান-বাজনার আয়োজন করাটা সঠিক হয়নি।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, ‘চিকিৎসকরাও মানুষ। তাদেরও রিফ্রেশমেন্টের প্রয়োজন রয়েছে। তাই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু আমি জানতাম না এই রকম করে গানের আয়োজন করা হয়েছিল।’

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, অনুষ্ঠান করার জন্য আমাদের কাছ থেকে কোনও অনুমতি নেয়া হয়নি। হাসপাতালে অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়। পরে তারা অনুষ্ঠান বন্ধ করে দেন। সুত্রঃ RTV

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে