ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নতুন বছর উদযাপন ছেড়ে বিক্ষোভে মুসলিম নারীরা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ০১ ১৫:৩১:৩৩
নতুন বছর উদযাপন ছেড়ে বিক্ষোভে মুসলিম নারীরা

কারণ মুসলিমদের অধিকার আদায়ের কাছে এই কনকনে শীত যেন কিছুই না। আর তাইতো, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশি তাণ্ডবের পর থেকেই নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানিয়ে শাহিনবাগে অবস্থান করে বি’ক্ষোভ শুরু করছে স্থানীয় মুসলিম মহিলারা।

প্রতিবাদের নেতৃত্বে অধিকাংশই নারী। বিক্ষোভস্থলে তারা নিজেদের সন্তানদের নিয়ে এসেছেন। লোকজন তাঁবুর ভেতর ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছেন। এক ছোট্ট শিশুকে কোলে নিয়ে এক মায়ের জবাব, ‘‘হাবিবা বড় হয়ে বলবে, আমাদের উপরে যখন অন্যায় হচ্ছিল, তুমি কী করছিলে আম্মি? ওকে কী বলব তখন? সংবিধান বাঁচাতে হবে। বসতেই হবে।’’

নব্বই বছরের এক বৃদ্ধা ছিলেন আজ শাহিনবাগের নতুন মুখ। দিল্লির প্রবল ঠান্ডা তাঁকে কাবু করতে পারেনি। ঠায় বসে রয়েছেন গত কয়েক দিনের মতোই। তাঁর স্পষ্ট কথা, ‘‘আমি ভারতীয় কি না, তার প্রমাণ কাউকে দিতে যাব কেন? এই দেশ আমার। মোদী ও তাঁর দলবল আসুক জানতে, আমি বুঝিয়ে দেব।’’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে