ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মান্না ভাইয়ের নায়িকা ছিলাম, যার তার সাথে সিনেমা করব না

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ৩১ ১৯:০৪:১১
মান্না ভাইয়ের নায়িকা ছিলাম, যার তার সাথে সিনেমা করব না

কেমন সিনেমায় অভিনয় করতে চান সেই বিষয়ে পলি বলেন, ‘আমি মরহুম রাজীব আংকেলের সঙ্গে অভিনয় করেছি। হুমায়ূন ফরীদি ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। আমি নায়ক মান্না ভাইয়ের নায়িকা ছিলাম। শাকিব খান, আমিন খান, অমিত হাসানদের সঙ্গে কাজ করেছি। বড় বড় সব প্রডাকশন হাউজের সিনেমা করেছি।

এখন যার তার সাথে তো আমি সিনেমা করবো না। আমাকে নিয়ে সিনেমা করতে হলে একটা ন্যুনতম যোগ্যতা থাকতে হবে। এটা ফিল্মের যোগ্যতা। অনেক ফিল্ম বানানোর অভিজ্ঞতা থাকতে হবে’

প্রস্তাব কী পান? উত্তরে পলি জানান, ‘প্রচুর প্রস্তাব আসে সিনেমার। এখন সিনেমার চেহারা বদলেছে। কাজ করবো। কিন্তু ভালো ছবির প্রস্তাব তো আসে না। যেসব ছবির কাজ করতে বলে সেসবের পরিচালক পছন্দ হয় না।’

ভালো ছবি বলতে আপনি কেমন ছবিকে বোঝাচ্ছেন? ‘অভিজ্ঞ পরিচালক, বড় প্রডাকশন হাউজ, মশলাদার সিনেমা। আমি তো অফ ট্র্যাকের সিনেমা করবো না। কারণ কমার্শিয়াল না হলে তো ছবি চলবেই না। আর যে ছবি মানুষ দেখবে না সেই ছবিতে অভিনয় করে লাভটা কী?’- পলির পাল্টা প্রশ্ন।

সম্প্রতি দেশের বাইরে অবসার যাপন করে এসেছেন চিত্রনায়িকা পলি। তিনি জানান, স্বামী সন্তানদের নিয়ে কিছুটা ব্যক্তিগত সময় কেটেছে তার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে