ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আজ পিইসি-জেএসসি-জেডিসির ফল প্রকাশ, যেভাবে জানতে পারবেন ফলাফল

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ৩১ ১০:৫১:০২
আজ পিইসি-জেএসসি-জেডিসির ফল প্রকাশ, যেভাবে জানতে পারবেন ফলাফল

ফলাফল জানতে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনো মোবাইলে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল জানতেঃপিইসির ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।DPESTUDENT ID YEAR & SEND TO 16222Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জানতেঃইবতেদায়ির ক্ষেত্রে একই নিয়মে শুধু DPE-এর জায়গায় EBT লিখতে হবে।EBTSTUDENT ID Year & SEND TO 16222Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222

JSC পরীক্ষার ফল:জেএসসির ফল জানতে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।JSC BOARD ROLL YEAR & SEND TO 16222Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222

JDC পরীক্ষার ফল:জেডিসির ক্ষেত্রে একই নিয়মে শুধু JSC-এর জায়গায় JDC লিখতে হবে।JDC ROLL YEAR & SEND TO 16222Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222

এরপর ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে