ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ফেসবুকের পাঠান এই মেসেজে ক্লিক করলেই পড়বেন মহা বিপদে

২০১৯ ডিসেম্বর ৩০ ১৯:২১:৩৫
ফেসবুকের পাঠান এই মেসেজে ক্লিক করলেই পড়বেন মহা বিপদে

যদি বন্ধুর কাছ থেকে এই ‘সারপ্রাইজ মেসেজ’এর কোনো লিংক পান তাহলে ক্লিক করার আগে সাবধান হোন। কারণ লিংকটিতে ক্লিক করলে নিজের সব তথ্য হ্যাকারের হাতে চলে যেতে পারে।

‘I am send you a surprise message. Open this’ এই মেসেজের মাধ্যমে হ্যাকাররা ভাইরাসযুক্ত লিংক ফেসবুক ছড়িয়েছে। বন্ধুর কাছ থেকে লিংকটি আসায় অনেকেই লিংকটিতে ক্লিক করছে। এর ফলে মেসেঞ্জার আইডিটি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল।

এ বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করাই ভালো। উপরের ছবিটির মতো লিংক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে