ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নতুন বছরে সৌদিতে সাধারণ ক্ষমা বা আউটপাসে আসছে যে ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ৩০ ১২:০৮:০৬
নতুন বছরে সৌদিতে সাধারণ ক্ষমা বা আউটপাসে আসছে যে ঘোষণা

এই প্রশ্নগুলো সব সৌদি প্রবাসীর মন এবং মস্তিস্কে হুল্লোড় তোলে প্রতিদিন । তবে, সব ছাপিয়ে একটি প্রশ্ন নাকের ডগায় কানের কাছাকাছি বেজে যায় প্রতিদিন- ‘নতুন বছরের শুরুতে সাধারণ ক্ষমা বা আউট পাস কি আসবে ?

আসছে ২০২০ প্রতিজন প্রবাসীর মনেই এই প্রশ্নটি আছে । বিশেষ করে নানান গ্যাঁঢ়াকল, আর জটিলতায় পড়ে অবৈধ হয়ে আছেন যারা, তারা অধীর আগ্রহে রয়েছেন সাধারণ ক্ষমার একটি ঘোষণার জন্য ! সুস্থ মস্তিস্কের কোন একজন মানুষও বিদেশের মাটিতে অবৈধ থাকতে চান না । তবু, কফিল জটিলতায়, অনেকে আবার সৌদি আরব এসে কখনও কফিলের চেহারা না দেখার ফলে, বাংলাদেশী দালা ভাইদের অতি লোভের ফলে অবৈধ হয়ে আছেন ।

যে কফিলকে কখনও মুখের দেখা দেখেনি, মুখোর দুটো কথা শুনেনি, সেই কফিল বরং হয়তো নতুন আসা প্রবাসীকে ‘হুরুব’ বা ‘পলাতক’ মামলা দিয়ে রেখেছে । হুরুব এবং ইকামার মেয়াদ উত্তীর্ণ এরকম অগণিত প্রবাসীর প্রশ্ন তাই একটাই- ‘আউট পাস কি দিবে ?’ হ্যাঁ, আউট পাসের মতই একটি ব্যবস্থা সৌদি সরকার করে দিয়েছে । অঘোষিত সাধারণ ক্ষমা বলা যেতে পারে এটিকে । মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী, এমনকি হুরুব আছে যার নামে তিনিও রিয়াদ দূতাবাসের সাহায্যে আউট পাস সংগ্রহ করে দেশে চলে যেতে পারবেন ।

তো, মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী এবং হুরুবপ্রাপ্তরা কীভাবে আউট পাস সংগ্রহ করবেন, তা নিচে সহজভাবে তুলে ধরা হলো । হুরুবপ্রাপ্ত ব্যক্তিগণ দূতাবাস থেকে পত্র নেবার পর যা যা করবেনঃ ০১- রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে ফাইনাল এক্সিটের আবেদন। গ্রহণ করার পর আযিযিয়্যাহ, এসকান ০১, নতুন সফরজেল যেতে হবে সকাল ৭.০০ টায়। ০২- মূল পাসপাের্ট, মূল ইকামা, এবং মূল পাসপোর্ট ও মূল ইকামার অথবা আউটপাসের ফটোকপি পিনআপ করে সাথে নিতে হবে

০৩- যাদের সাথে পাসপাের্ট নাই বা পাসপাের্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারা পাসপাের্টের ফটোকপি সাথে নিয়ে দূতাবাসের ০৮ নং কাউন্টার থেকে ১০৫ রিয়াল দিয়ে আউটপাস সংগ্রহ করবে। এরপর আযিযিয়্যাহ, এসকান ০১, নতুন সফরজেল যেতে হবে। ০৪- সফরজেল যদি কোন জরিমানা নির্ধারণ করে দেয়, তা ব্যাংকের মাধ্যমে পরিশােধ করতে হবে। ০৫- ফাইনাল এক্সিট হওয়ার পর খুব দ্রুত সৌদি আরব ত্যাগ করে দেশে চলে যেতে হবে।

০৬- যাদের সাথে পাসপাের্ট আছে এবং পাসপাের্টের মেয়াদ এখনাে | শেষ হয়নি, তাদের আউটপাসের প্রয়ােজন নেই। ০৭- হুরুবপ্রাপ্ত ব্যক্তি আর কখনাে কাজের উদ্দেশ্যে সৌদি আরব ফিরে আসতে পারবে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে