ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

প্রতি বছরের মতো চলতি বছরেও সবচেয়ে বেশি কর্মী সৌদি আরবে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৯ ২১:১৭:৩৩
প্রতি বছরের মতো চলতি বছরেও সবচেয়ে বেশি কর্মী সৌদি আরবে

সংবাদ সম্মেলনে রামরু সভাপতি তাসনীম সিদ্দিকী জানান, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬০ হাজার ২৪ জন কর্মী গেছে। যা এ বছরের মোট প্রেরিত কর্মীর প্রায় ৬০ শতাংশ।

শ্রম গ্রহণকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ওমান (১১.৬৮ শতাংশ), সেখানে গেছে ৬৭ হাজার ১৭৭ কর্মী। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে কাতার (৮.০৭ শতাংশ) ও সিঙ্গাপুর (৭.৫৮ শতাংশ)।

রামরু জানায়, ওমান, কাতার সিঙ্গাপুর এই তিনটি দেশে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা কাছাকাছি। সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিকদের অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে।

শ্রমবাজার বাড়ানোর বিষয়ে অধ্যাপক তাসনীম বলেন, ‘অন্যান্য বছরগুলোর মতো এ বছরেও দেখা যাচ্ছে, গ্রহণকারী রাষ্ট্র তালিকায় একটি কি দুটি দেশের আধিপত্য। এক কি দুই দেশকেন্দ্রিক বাজার ব্যবস্থার অসুবিধা হলো সেই দেশ কোনো সমস্যা বা বিপর্যয়ের মুখোমুখি পড়লে বাংলাদেশের আন্তর্জাতিক শ্রম বাজারও বিপদের মুখে পড়ে যায়’।

রামরুর প্রতিবেদনে বলা হয়েছে, পূববর্তী বছরের ন্যায় ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত কুমিল্লা থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে গেছে। জেলাটি থেকে চলতি বছর প্রবাসে গেছে ৫৩ হাজার ৯১১ জন কর্মী, যা মোট সংখ্যার ৮ দশমিক ৯২ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদেশে গেছে ৩৪ হাজার ১৪৯ জন, যা মোট সংখ্যার শতকরা ৫ দশমিক ৬৫ ভাগ। টাঙ্গাইলকে সরিয়ে তৃতীয় অবস্থানে আসা চট্টগ্রাম জেলা বিদেশে কর্মী পাঠিয়েছে ২৯ হাজার ২৭০ জন, যা মোট সংখ্যার ৪ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে টাঙ্গাইল থেকে অক্টোবর পর্যন্ত কর্মী গেছে ২৮ হাজার ৩৩৯ জন, যা মোট সংখ্যার শতকরা ৪ দশমিক ৬৯ ভাগ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে