ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মামা ও চাচা হয়েছি এরই মধ্যে এখন বাবা হওয়া বাকিঃ সালমান খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৯ ১৯:০৪:৫১
মামা ও চাচা হয়েছি এরই মধ্যে এখন বাবা হওয়া বাকিঃ সালমান খান

ভাইয়ের জন্মদিনে সন্তান জন্মদান করেছিলেন অর্পিতা। সালমানের বাবার ইচ্ছা অনুযায়ী শিশুটির নাম রাখা হয় আয়াত। বিশেষ দিনটি ভাগ্নির সাথে কাটাতে পেরে উচ্ছ্বাসিত সালমান।

ভাগ্নিকে দেখতে গিয়ে সালমান বলেন, ‘এখন সবকিছু একসঙ্গে উদযাপিত হবে। আমি মামা ও চাচা হয়েছি এরই মধ্যে এখন বাবা হওয়া বাকি’।

সালমান আরো বলেন, ‘সে (আয়াত) সবচেয়ে সুন্দরী মেয়ে। তাঁর ব্যাপারে আমি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছি। ২৭ ডিসেম্বর তাঁর জন্মদিন। এখন থেকে তাঁর আর আমার জন্মদিন একদিনে একসঙ্গে পালিত হবে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘দাবাং থ্রি’ ছবিটি। প্রভুদেবা পরিচালিত ছবিটি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পায়। ছবিটি এরই মধ্যে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে