ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ঢাকা দুই সিটিতে আ. লীগের প্রার্থী ঘোষণা, খোকনের ভাগ্যে যা ঘটলো

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৯ ১২:৪৫:২৭
ঢাকা দুই সিটিতে আ. লীগের প্রার্থী ঘোষণা, খোকনের ভাগ্যে যা ঘটলো

বেলা ১১টায় প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে উপস্থিত হয়েছেন উত্তরের মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম ও দক্ষিণের শেখ ফজলে নূর তাপস এমপি।

জানা গেছে, প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

তবে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বেলা ১১টা পর্যন্ত কার্যালয়ে আসতে দেখা যায়নি।

আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারক আভাস দিয়েছেন, উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলাম ফের দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন। তবে চমক থাকতে পারে দক্ষিণে। বর্তমান মেয়র সাঈদ খোকনের পরিবর্তে ফজলে নূর তাপসকেই দলীয় মনোনয়ন দেয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে