ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরকে নোংরা করা যাবে না’

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৮ ২১:২০:০৪
‘যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরকে নোংরা করা যাবে না’

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, স্মার্ট সিটি গড়ার কাজ শুরু হয়েছে। এছাড়া আনিসুল হকের নেয়া ১১টি ইউলুপ প্রকল্প অনেকদিন মন্ত্রণালয়ে আটকা ছিল। ইতিমধ্যে এ প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। দুটোর কাজ শেষ হয়েছে। ঢাকার সৌন্দর্য ঠিক রাখতে হলে আইনের সঙ্গে জরিমানা করতে হবে। আমাদের চ্যালেঞ্জ হলো বায়ু, পানি, শব্দ দূষণের সঙ্গে জলাবদ্ধতা দূর করা। সিটি কর্পোশনের একার পক্ষে এগুলোর সমাধান সম্ভব নয়। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফয়েজ, ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান প্রমুখ। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে