ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

তিন মাসের চ্যালেঞ্জ নিয়ে নেমেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৭ ১৫:৪৬:১১
তিন মাসের চ্যালেঞ্জ নিয়ে নেমেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

কয়েকমাসে ওজন বেশি হবার কারণে তা কমানোর চেষ্টা করছি। এদিকে মাহিয়া মাহির ‘স্বপ্নবাজি’ ছবির কাজ আগামী মাসে শুরু হবে। এ ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। ছবিটির গল্প ফ্যাশন দুনিয়াকে ঘিরে। মাহি এখানে অভিনয় করবেন একজন সুপারস্টারের চরিত্রে। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার কাজও মাহি এরইমধ্যে শেষ করেছেন। এ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। অভিনয়ের বাইরে নিজের ফ্যাশন হাউজ খুলেছেন মাহি। তবে সেটা আপাতত অনলাইনে সীমাবদ্ধ আছে। ভালো সাড়াও পাচ্ছেন বলে জানান তিনি।

তাই এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আপাতত ভার্চুয়ালি থাকলেও নতুন বছরে উত্তরার কোনো একটি লোকেশনে আউটলেট দেয়ার পরিকল্পনা করছেন। মাহি অভিনীত ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’,‘অগ্নি’, ‘অগ্নি টু’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’, ‘মনে রেখো’, ‘পবিত্র ভালোবাসা’,‘অন্ধকার জগত’, ‘অবতার’সহ বেশ কিছু সিনেমা মুক্তি পায়। এরমধ্যে বেশিরভাগ সিনেমা ছিল দর্শকের ভালোলাগার তালিকায়। নতুন সিনেমা নিয়েও বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে মাহির।

তবে নতুন বছরে নতুন কাজের বিষয়ে মাহির ভাষ্য, আমার কাছে ছবির গল্পটা বেশি গুরুত্বপূর্ণ। মনের মতো একটা প্রজেক্টে চুক্তিবদ্ধ হতে চাই। যেখানে নায়ক, গল্প, বাজেট, নির্মাতা, প্রোডাকশন হাউজ সবকিছু ঠিকঠাক থাকবে। দর্শকের কথা মাথায় রেখে ভালো কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন মাহি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে