ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

সকালে ১০০ যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৭ ১১:২৩:২১
সকালে ১০০ যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত

দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা। বিবিসি অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।

কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটি থেকে উড়োজাহাজটি রাজধানী নূরসুলতানের দিকে যাচ্ছিল। আলমাটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা শুরুর সময় এতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন।

স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে উড়োজাহাজটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিশন তৈরির ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ঘটনাস্থলের কিছু ভিডিওচিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে। এমন একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা যায়। এক নারী দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য চিৎকার করছেন এমন দৃশ্যও দেখা গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে