ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আগামী হতে চলেছে ঐতিহাসিক সূর্যগ্রহণ, জেনে নিন সময় নির্ঘন্ট

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৪ ২২:৪৯:৫৬
আগামী হতে চলেছে ঐতিহাসিক সূর্যগ্রহণ, জেনে নিন সময় নির্ঘন্ট

হয় সৌভাগ্যের ব্যাপার। জানা গিয়েছে ২৬ ডিসেম্বর ভারতীয় সময় সকাল ৮টা ২৭ মিনিট থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।সকাল ৯টা ৫৩ মিনিটে বলয়গ্রাস সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে পুরো প্রক্রিয়াটি তিন ঘন্টা ধরে চলবে তাই তো শেষ হবে ১১টা বেজে ৩২ মিনিটে। আকাশ মেঘচ্ছন্ন থাকায় রাজ্যে

বলয়গ্রাস দেখা নিয়ে অশনি সংকেত দিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু মেঘমুক্ত হলে পশ্চিমবঙ্গে সমস্ত জেলা থেকে পরিচ্ছন্ন ভাবে দেখা যাবে এই আংশিকসূর্যগ্রহণ।বিজ্ঞানীরা বলছেন সূর্যকে কেন্দ্র করে একটি আগুনের বলয় দেখা যাবে। যার নাম রিং অফ ফায়ার। যেটি প্রায আড়াই ঘন্টা ধরে আকাশে দেখা

যাবে। জানা গিয়েছে সূর্যকে ৯০% ঢেকে ফেলবে চাঁদ। তারপর পাশ দিয়ে রিং অংশটি দেখা যাবে। তবে পশ্চিমবঙ্গে মানুষদের সেটি দেখার সৌভাগ্য কতটা হবে তা কিন্তু স্পষ্ট্য করে কিছুই বলেননি বিজ্ঞানীরা।যেহেতু আকাশে মেঘলা থাকবে তাই দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কেরলের চেরুভাথর এলাকা থেকে কিন্তু ওই দৃশ্য খুব ভালো ভাবে দেখা যাবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে