ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তথ্যমন্ত্রীকে 'বাচালমন্ত্রী' বললেন ভিপি নুর২০১৯ ডিসেম্বর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৪ ২১:১০:০৬
তথ্যমন্ত্রীকে 'বাচালমন্ত্রী' বললেন ভিপি নুর২০১৯ ডিসেম্বর

বলেছেন ডাকসুতে কেন বাহিরাগত নিয়ে ভিপি ঢুকলো? ডাকসুতে ভিপি কাকে নিয়ে ঢুকবে সেটা কী বাচালমন্ত্রী ঠিক করে দেবেন? আমার সংগঠনের নেতাকর্মীরা থাকবে না? এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে, হামলায় সরকারের ইদ্ধন ছিল।

ভিপি নুর বলেন, তিনি (হাছান মাহমুদ) কেন এমন কথা বলবেন। যেখানে আক্রান্ত হয়ে ছেলে-পুলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তিনি বলছেন আমি কেন ভারতে বিষয় নিয়ে কথা বলবো, ডাকসুতে কেন বহিরাগত নিয়ে যায়? তিনি তো সরকারের একজন মন্ত্রী। এটা দ্বারা পরোক্ষ নির্দেশ করে যে সরকারের ইন্ধন থাকতে পারে এই হামলায়।

আজ মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় কাছে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। হাসপাতালের তিন তলার ৩৫ নম্বর কেবিনে চিকিৎসা চলছে আহত নুর ও তাঁর আনুসারীদের।

গত রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় ভিপি নুরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। আহতের চিকিৎসার জন্য ৯ সদস্যের চিকিৎসা বোর্ড গঠন করা হয়েছে। সুত্র:কালের কণ্ঠ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে