ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আরব আমিরাতের নতুন ওয়ার্ক পারমিট আইনে কি আছে জেনে নিন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২৪ ১১:৪২:৪৯
আরব আমিরাতের নতুন ওয়ার্ক পারমিট আইনে কি আছে জেনে নিন

গত শনিবার মন্ত্রণালয় এক বি*বৃতিতে-জানিয়েছে। এই পদক্ষে*পটি হ’ল কাজের অনুম*তি প্রদান সংক্রা*ন্ত বিধিবিধি স*ম্পর্কিত মানবসম্পদ ও আমিরাতীকরণ বিষয়ক মন্ত্রী নাসের বিন থানি আল হামলি সম্প্রতি জারি করা একটি প্র*স্তাবের বাস্তবায়ন।আগের স্পনসর নিয়মে শুধু মাত্র নারীদের ওয়ার্ক পারমিটের জন্য সুযোগ দেওয়া হয়েছিল

কিন্তু এই নতুন ওয়ার্ক পারমিট নিয়মে সকল পুরুষ যারা তাদের আত্মীয় , পিতা , মাতা , স্ত্রী অথবা কোন কোম্পানি কর্তৃক স্পন্সরে আছেন তারা আবেদনের যোগ্য এবং ওয়ার্ক পারমিট পেতে পারেন। এই নিয়মে আরব আমিরাতে বিভিন্ন কোম্পানি আলাদা কোন ভিসা খরচ ছাড়াই স্থানীয় ভাবে কর্মী নিয়োগ দিয়ে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই উপকৃত হবে। পেশাদাররা ছাড়াও কিশোর শিক্ষার্থীদের জন্যও ওয়ার্ক পারমিট করতে পারবে ।

১৫ থেকে ১৮ বছর বয়সের কিশোরদের ওয়ার্ক পারমিট এবং ১২ থেকে ১৮ বছরের মধ্যে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিট রয়েছে। আরব আমিরাতের MoHRE এর সব কেন্দ্রে এই সেবা পাওয়া যাবে।সূত্র : খালিজ টাইমস

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ