ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

উত্তরপ্রদেশে নিহত ১১, পুলিশ প্রধান বলছেন গুলি চলেনি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২১ ১৭:২৪:১২
উত্তরপ্রদেশে নিহত ১১, পুলিশ প্রধান বলছেন গুলি চলেনি

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পুলিশের চালানো গুলিতেই এসব বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। কিন্তু সেই অভিযোগ খারিজ করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির শাসনে থাকা ভারতের সবচেয়ে বড় এই প্রদেশের পুলিশ প্রধান ও পি সিং প্রকাশ্যে ঘোষণা দিলেন, বিক্ষোভ মিছিল লক্ষ্য করে একটি গুলিও চালায়নি পুলিশ।

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল হয়েছে উত্তরপ্রদেশের ২০ টি জেলা। তাতে ৯ বিক্ষোভকারীসহ ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার ও শুক্রবারের ব্যাপক বিক্ষোভের পরও আজও রাজ্যটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে।

উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ও পি সিং এনডিটিভিকে বলেন, ‘বিক্ষোভে উত্তাল জেলাগুলোতে শুক্রবার জুমার নমাজ আদায়ের পর হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নামেন। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সামলানোর চেষ্টা করেছি। আমাদেরকে এর আগে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে বিক্ষোভ শান্তিপূর্ণ হবে।’

তিনি আরও জানান, ‘প্রতিশ্রুতি থাকলেও বিক্ষোভকারীরা পাথর ছোঁড়া শুরু করেন এবং বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেন। তাদের হাতে অবৈধ অস্ত্রও ছিল, তা থেকেই গুলি চালায় তারা। আমি মনে করি না পুলিশের কাছে কোনো বিকল্প ছিল। তবে আমি এটা স্পষ্ট করে বলতে পারি যে, কোনোভাবেই পুলিশ একটিও গুলি চালায়নি।

উত্তরপ্রদেশ পুলিশ প্রধান বলেন, ‘বিক্ষোভকারীদের লক্ষ্য করে একটিও গুলি চালায়নি পুলিশ। বিক্ষোভকারীরা নিজেদের মধ্যেই গোলাগুলি করে মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদনের হাতে পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তিনি এমন দাবি করলেও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ বলছে ভিন্ন কথা।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে উত্তরপ্রদেশে। গোটা রাজ্যে নিষেধাজ্ঞা জারি থাকলেও শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি জেলার হাজার হাজার মানুষ পথে নামেন। গাড়ি ভাঙচুরের পাশাপাশি পাথরও ছুঁড়তে থাকেন তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও গুলি চালায়।

বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষের সময় ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি শিশুও ছিল। এছাড়া অর্ধ শতাধিক পুলিশকর্মী ছাড়াও অনেক বিক্ষোভকারী আহত হন। পুলিশ শত শত বিক্ষোভকারীকে আটক করেছে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে