ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সভাপতিমণ্ডলীর সদস্য হলেন শাজাহান, নানক ও আবদুর রহমান

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ২১ ১৫:৫৭:১৪
সভাপতিমণ্ডলীর সদস্য হলেন শাজাহান, নানক ও আবদুর রহমান

এরপর কমিটির অংশ বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিমণ্ডলীতে এবার তিন নতুন সদস্য যুক্ত হয়েছেন। এঁরা হলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। আগের সরকারে নৌপরিবহনমন্ত্রী ছিলেন। তবে চলতি বছর নতুন সরকার গঠনের সময় শাজাহান খান বাদ পড়েন। জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন গত কমিটিতে।

সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, ফারুক খান, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন ও আবদুল মতিন খসরু।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বহাল রয়েছেন মাহবুব-উল-আলম হানিফ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল ও মির্জা আজম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে বহাল রয়েছেন আহমদ হোসেন, বি এম মোজাম্মেল ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সাবেক উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবার পূর্ণাঙ্গ দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সাবেক দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবার প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নতুন আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি।

বন ও পরিবেশ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর দায়িত্ব পেয়েছেন। তাঁরা আগেও একই পদে ছিলেন। সুত্রঃ ntv online

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে