ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

শুরু হল তাহসান-পূর্ণিমার ভালোবাসাবাসি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ১৮ ১৯:০২:০৫
শুরু হল তাহসান-পূর্ণিমার ভালোবাসাবাসি

‘ভালোবাসাবাসি’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হচ্ছে নাটকটি। নাটকটির গল্প প্রসঙ্গে সাগর জাহান বলেন, ‘কাছের মানুষের অতিরিক্ত কেয়ারিংয়ে আমরা অনেক সময় বিরক্ত হই, যন্ত্রণা মনে করি।

সেই যন্ত্রণাকে এড়ানোর জন্য সেই মানুষটির বাইরে গিয়ে অন্য মানুষের কেয়ারিং পেতে চাই, তখন বুঝি কাছের মানুষের কেয়ারিং বা ভালোবাসাটা আসলে কেমন। এ বিষয়টিকেই উপজীব্য করেই এগিয়েছে নাটকটির গল্প।’ পূর্ণিমা বলেন, ‘আগে সাগর ভাইয়ের রচনায় অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। এবার তার পরিচালনায় অভিনয় করছি। তাহসান ভাইও গুণী শিল্পী। তার সঙ্গে প্রথম নাটকে অভিনয় করা হচ্ছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

’ তাহসান বলেন, ‘বেশ আত্মবিশ্বাস নিয়ে সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আমার বিশ্বাস, এ নাটকটি দর্শকনন্দিত হবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ভালোবাসা দিবসে অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচার হবে বলে নাটকটি। পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন। আর তাহসান নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি মাসের পুরোটা জুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে অংশ নেবেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে