ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ১৭ ১৫:২৪:১৭
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

শোভাযাত্রাটি মগবাজারে গিয়ে শেষ হবে বলে বিএনপি নেতারা জানিয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিনগর মোড় পর্যন্ত তাদের অনুমতি রয়েছে।

ইতোমধ্যে শোভাযাত্রায় অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। জাকির মহিলা শাখার নেতাকর্মীরা লাল-সবুজ রঙের শাড়ি পরে এসেছেন। শোভাযাত্রায় বেশ কয়েকটি ট্রাকও রয়েছে। অপেক্ষাকৃত জ্যেষ্ঠ নেতারা এই শোভাযাত্রায় অংশ নেবেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ জানান, এই শোভাযাত্রার মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিফলিত হবে।

তিনি অভিযোগ করেন, সরকারের দমননীতির কারণে গণতন্ত্র আজ অনুপস্থিত। তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে। এই শোভাযাত্রার মাধ্যমে তার প্রতিবাদ ফুটে উঠবে। তাদের এই বিজয় দিবসে শোভাযাত্রা মগবাজারে গিয়ে শেষ হবে বলে জানান বজলুল করিম চৌধুরী। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে