ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

রাজাকারদের সঠিক তালিকা প্রকাশিত হোক : জিএম কাদের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ১৬ ১২:১২:৫৯
রাজাকারদের সঠিক তালিকা প্রকাশিত হোক : জিএম কাদের

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

গতকাল রোববার রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি এখনো তালিকাটি পরীক্ষা করার সুযোগ পাইনি। পরীক্ষা–নিরীক্ষা করার পরে মন্তব্য জানাব। ’

তবে সঠিক তালিকাটি প্রকাশিত হলে দেশের স্বাধীনতার ক্ষেত্রে কার কী ভূমিকা, তা স্পষ্ট হয়ে উঠবে বলেও জানান জি এম কাদের।

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, দেশ শান্তির দিকে এগিয়ে যাবে। বেকারত্বমুক্ত দেশ হবে। দুর্নীতিমুক্ত দেশ হবে। এ দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’

জিএম কাদের বলেন, ‘স্বাধীন বাংলাদেশে রাজাকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা জরুরি ছিল। দীর্ঘদিন পর সরকার রাজাকারদের একটি আংশিক তালিকা প্রকাশ করেছে, আমরা একে স্বাগত জানাই।’ সুত্রঃ আমাদেরসময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে