ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে উধাও খুলনার সেফ ইসলামী গ্রুপ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ০৭ ২১:২০:২১
গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে উধাও খুলনার সেফ ইসলামী গ্রুপ

এ ঘটনায় গ্রাহকরা প্রতিষ্ঠানটির অর্থসম্পদ অন্যত্র হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন।

অতিরিক্ত লাভের আশায় খুলনা নগরী ও বিভিন্ন উপজেলার শত শত মানুষ নগরীর ছোট বয়রা এলাকার সেফ ইসলামী গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে নিজেদের উপার্জিত অর্থ সঞ্চয় করেন। এর মধ্যে চাকরিজীবী, গৃহিণী, দিনমজুর ও কৃষক এমনকি ব্যবসায়ীও রয়েছেন।

২০১১ সালে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি আমানতের বিপুল অংকের টাকা নিয়ে চলতি বছর ২৬ অক্টোবর থেকে লাপাত্তা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মোক্তার হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক আব্দুল্লাহ মাহমুদ ফয়সাল ও ইসমাইল হোসেন বাবু। গ্রাহকরা বলছেন, সঞ্চয়ের টাকা ফেরত পেতে তারা এক মাসেরও বেশি সময় সেফ ইসলামী গ্রুপ কার্যালয়ে আসা যাওয়া করলেও কোন সদুত্তর পাচ্ছেন না।

এ ঘটনায় সেফ গ্রুপের কর্মকর্তাসহ ৩০ জনকে বিবাদী করে আদালতে মামলা করা হয়েছে। মামলার আর্জিতে ১শ ২২ জন গ্রাহকের একশো কোটি টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকরা বলেন, আমরা ১২২ জন মিয়ে মামলা করেছি। বাকি যারা আছে সবাই মামলা করবে। আদালত দারে সো-কজ দেওয়ার আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক গ্রাহকদের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

খুলনা জেলা প্রশাসক মোহম্মদ হেলাল হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোন সম্পত্তি থাকলে সেগুলো বিক্রি করে গ্রাহকদের টাবা পরিশোধ করার ব্যবস্থা করব।

আদালতে দায়ের করা মামলায় সেফ গ্রুপের কর্মকর্তা ছাড়াও ৯টি ব্যাংক শাখা, ৪টি সাব-রেজিস্ট্রি অফিস, খুলনা বিভাগীয় জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। সুত্রঃ সময় নিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে