ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

‘অপেক্ষা করেন, সময় হলেই জানবেন’- ঢালি কুইন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ০৬ ১৪:৫২:২১
‘অপেক্ষা করেন, সময় হলেই জানবেন’- ঢালি কুইন

সে ব্যাপারেই দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে খোলামেলা কথা বললেন তিনি, জানালেন বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। তবে এবার তাঁর বিয়ের পাত্র কেমন হবে, কবে হবে সেই বিয়ে-এসব নিয়ে কয়েকটি ওয়েব পোর্টালে খবর প্রকাশিত হয়েছে।

এসবের সত্যতা কতটা এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে তো একটা সময়ে গিয়ে করতেই হবে। এটি সত্য যে বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। আর কেবল পরিবারের কথাই বলি কেন, আমি নিজেও বিয়ের প্রয়োজন অনুভব করছি।’

তাহলে কবে বিয়ে করবেন জানতে চাইলে হাসতে হাসতে অপু বিশ্বাস বলেন, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে। অপেক্ষা করেন, সময় হলেই জানবেন।’

সম্প্রতি একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে তাঁর সবশেষ ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এর শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির জন্য অপেক্ষা। পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী নচিকেতা প্রযোজিত কলকাতার ছবি ‘শর্টকাট’-এর কাজ অনেক আগেই শেষ করেছেন তিনি, বাকি আছে ডাবিং।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে