ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

হাসপাতালে জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ০৫ ১৬:২৬:০১
হাসপাতালে জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহা

সিঁথি সাহা জানালেন, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। গত সপ্তাহে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার পিত্তথলিতে পাথর হয়েছে। আজ বিকেলেই ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি অপসারণ করা হবে। অস্ত্রোপচারের পর আগামী দুয়েক দিন তাকে হাসপাতালেই থাকতে হবে।

সিঁথি সাহা ২০০৫ সালে ‘কিছু বলবো বলে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন প্রকাশ করেন। ২০০৯ সালে প্রকাশ হয় তার দ্বিতীয় অ্যালবাম ‘কল্পনা’ প্রকাশ করেন। এরপর প্রকাশ হয়েছে ‘গল্প পাতায়’ ও ‘মন বালিকা’ নামে আরও দুটি অ্যালবাম।

এছাড়াও বেশ কিছু একক গান প্রকাশ হয়েছে সিঁথি সাহার। এখন নিয়মিতই গান করেন তিনি। তবে অপারেশনের জন্য আপাতত কয়েক দিন গান থেকে দূরে থাকতে হবে তাকে। সুস্থ হয়ে আবারও ফিরবেন সুরের ভুবনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে