ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

গণভবন থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে: ছাত্রদল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ০৫ ১৫:০৫:১৭
গণভবন থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে: ছাত্রদল

অন্যায়ভাবে কারাগারে আরও দীর্ঘ সময় আটকে রাখার ষড়যন্ত্র হচ্ছে। গণভবন থেকে তৈরি করা হচ্ছে তার মেডিক্যাল রিপোর্ট। আমরা দেখেছি এই সরকার প্রধান বিচারপতির বিচারের অধিকার কেড়ে নিয়ে ষড়যন্ত্র করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা মনে করি গণভবন থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বেগম খালেদা জিয়ার মুক্তির’ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির জন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই আন্দোলনের ডাক দেবেন, আপনারা প্রস্তুতি নিন। আমরা আান্দোলন তথা রক্ত এবং ত্যাগের বিনিময়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবো।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক তানজিল হাসান, সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ। সুত্রঃ বাংলা ট্রিবিউন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে