ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বিপিএল দিয়ে নিজেকে ফিরে পেতে চান মোসাদ্দেক

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ডিসেম্বর ০৫ ০০:৪৬:৫৮
বিপিএল দিয়ে নিজেকে ফিরে পেতে চান মোসাদ্দেক

প্রধান কোচ হার্শেল গিবসকে ছাড়াই অনুশীলনে নেমেছেন সিলেট থান্ডারের ক্রিকেটাররা। অবশ্য দেশিদের নিয়েই অনুষ্ঠিত হয়েছে সেই অনুশীলন। বিকাল তিনটার দিকে শুরু হয় এই অনুশীলন। অনুশীলনে অংশ নেন মোসাদ্দেক-মিথুন-সোহাগ গাজীরা।

অনুশীলন এর ফাঁকে গণমাধ্যমের সাথে কথা বলেন সিলেট থান্ডারের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বিপিএল নিয়ে ভাবনার কথা জানতে চাইলে গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন -“বিপিএল টি-২০ বিশ্বকাপের জন্য নিজেদের তৈরী করার মঞ্চ। যারা ভালো করবে, তাদের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। সামনে টি-২০ বিশ্বকাপ আছে। তাই এই বিপিএলে ভালো করার চেষ্টা থাকবে”।

মোসাদ্দেক আরও বলেন- “সব খেলোয়াড়ই চায় এখানে ভালো করতে। আমিও এর বাইরে নই। এটা সব সময়ই হয়ে থাকে। বিপিএল বড় একটা মঞ্চ। আমাদের জন্য পারফর্ম করার বড় একটা সুযোগ। এখানে নিজেকে প্রমাণ করার চেষ্টাই থাকে। তাই বিপিএল দিয়ে আবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করবো”।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে