কুয়েতে কয়েক’শ বাংলাদেশি শ্রমিকের ধর্মঘট
![কুয়েতে কয়েক’শ বাংলাদেশি শ্রমিকের ধর্মঘট](https://www.24updatenews.com/thum/article_images/2019/11/30/shormoghot.jpg&w=315&h=195)
বাবদ অতিরিক্ত টাকা দাবি করায় শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছেন। কুয়েতে আকামা সমস্যা, ভিসা জটিলতা ও কর্মহীন প্রবাসীদের সংখ্যা গত তিন বছরে কয়েকগুণে বেড়ে গেছে। প্রায় এক দশক আগে স্বাভাবিক নিয়মে ভিসা পাওয়ার সুযোগ বন্ধ হওয়ার পর থেকে এ সমস্যা বেশি দৃশ্যমান হচ্ছে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাস দেশটিতে বসবাসরত নানা সমস্যায় জর্জরিত প্রবাসীদের ভিসা জটিলতা দূর করে, বৈধভাবে বসবাসের সুযোগ করে দিতে স্থানীয় আইন ও নিয়মানুসারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত কয়েক দিন আগে দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে ও প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
এদিকে গত ২৬ নভেম্বর আল-তয়িক নামে একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত কয়েক’শ বাংলাদেশী শ্রমিক তাদের আকামা নবায়ন বাবত অতিরিক্ত টাকা দাবীর অভিযোগ করেছেন। তারা উক্ত কোম্পানিতে কর্মরত মোজাম্মেল হুসেন তারেক নামে এক অপারেশন ম্যানেজারের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।
শ্রমিকদের অভিযোগ, আকামা নবায়ন বাবত কোম্পানি কর্তৃক ধার্য অর্থ ৩৫০ (কুয়েতি দিনার) হলেও তারেক সবসময় শ্রমিকদের কাছ থেকে কুয়েতি ১০০০ (কুয়েতি দিনার) দাবি করেন।
এ ব্যাপারে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আল-তয়িক কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের থেকে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।
তবে ধর্মঘট বাত দিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আল-তয়িক কোম্পানির বিরুদ্ধে নানা অনিয়মের কারণে ২০১৭ ও ২০১৯ সালে লিখিত অভিযোগ বাংলাদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোম্পানির মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে দ্রুত শ্রমিকদের সমস্যা সমাধানের কথাও জানান তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- ১৪৪ ধারা জারি
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কথায় নতুন বার্তা
- বিপিএল শেষ, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- ফরচুন বরিশালের একাদশ
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- ভিসা বন্ধ ঘোষণা
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- ফাইনাল ম্যাচের জন্য ফরচুন বরিশালের একাদশ