ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

এবার বিবাহিত ক্রিকেটারের ওপর ক্রাশ খেলেন আলোচিত সুবাহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ৩০ ১৩:১৩:২১
এবার বিবাহিত ক্রিকেটারের ওপর ক্রাশ খেলেন আলোচিত সুবাহ

তবে এবার আর নাসিরকে জড়িয়ে নয়, নতুন ক্রিকেটারের ওপরই যেন ক্রাশ খেলেন তিনি! ‘পূর্বপশ্চিমবিডি’র হাতে এসেছে তেমন একটা নমুনা।

ক্রিকেটার শাহাদাত হেসেন রাজিব। নামটা ২২ গজের জন্য যতটা না পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত বিভিন্ন বিতর্কের জন্য। ক’দিন আগে ঘরোয়া ক্রিকেটে নিজ দলের খেলোয়াড়কে মারধর করে নিষিদ্ধ হয়েছেন তিনি। তারও আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যার জেরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো ২০১৬ সালে। বিষয়টি সে সময় আদালত পর্যন্ত গড়ায়। সেই শাহাদাতের ফেসবুক ঘেঁটে মিলল অবাক করার মতো কিছু চিত্র।

শাহাদাত ব্যাট-বলে খুব একটা আলো ছড়াতে পারেননি। ক্যারিয়ারের শুরুতে ঝলক দেখিয়েছেন ঠিকই। কিন্তু নিভতে দেরি হয়নি। তবে ক্রিকেট মাঠে নিয়মিত না দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিয়মিতই ছবি আপলোড করতেন। তাও আবার যেনতেন ছবি না। বেশ চাকচিক্য পোশাক, সেজে-গুজে। অনেকে দেখলে হয়তো বলবেন, শাহাদাত তো ক্রিকেট ছেড়ে মডেলিংয়েও করতে পারে। হয়তো চোখ আটকে যাবে আপনার আমারও। ঠিক তেমনি হয়েছে সুবাহ’র ক্ষেত্রেও। শাহাদাতকে নিয়মিতই বোধ হয় অনুসরণ করতেন। তার ফেসবুকে ছবি আপ হতে দেরি, সুবাহ’র রিঅ্যাক্ট দিতে দেরি নেই। তাও আবার সিম্পল লাইক না। লাভ রিঅ্যাক্ট দিতেন। সিংহভাগ ছবিতেই এমনটা দেখা গেল।

একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। গত ৬ নভেম্বর একটা ছবি আপলোড করেন শাহাদাত। এই প্রতিবেদন লেখা অবধি যেখানে ১২১ লাইকের সঙ্গে ১৯টি লাভ রিঅ্যাক্ট পড়ে। সেই ১৯ জনের একজন সুবাহ। নাসিরের সঙ্গে ছাড়াছাড়ির পর এভাবেই নীরবে নিভৃতে চলছে সুবাহর শাহাদাত-প্রেম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে