ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতে চেষ্টা করুন: হাছান মাহমুদ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ২৯ ২২:৪৬:৪৬
খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতে চেষ্টা করুন: হাছান মাহমুদ

শুক্রবার দুপুরে ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ‘নবম এনএসইউ ক্যারিয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির এ ধরনের আন্দোলনের হুমকি আমরা গত সাড়ে ১০ বছর ধরে শুনে আসছি। বৃহস্পতিবার তারা যা বলেছে, তার অর্থ হল- তারা আইন মানে না, আদালত মানে না এবং এটাও বোঝে না যে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের হাতে নয়।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাজা ভোগ করছেন। এটি সম্পূর্ণভাবে আদালতের বিষয়। নিম্ন আদালত তাকে ৫ বছর সাজা দিয়েছিলেন, আপিলের পর উচ্চ আদালত তাকে ১০ বছর সাজা দেন। তার মুক্তির একমাত্র পথ হচ্ছে হয় জামিন, নয়তো খালাস পাওয়া। এছাড়া তার মুক্তির কোনো সুযোগ নেই বা সরকারের হাতেও কিছু নেই। তারপরও বিএনপির এ বক্তব্যের অর্থ হল, তারা আইন-আদালত মানে না। আর এ ধরনের হুমকি তারা আগেও দিয়েছে এবং নিজেদের হাস্যাস্পদ করেছে। এবারও তাই, এর বেশি কিছু নয়।

‘বিচার বিভাগ স্বাধীন নয়’- বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আওয়ামী লীগের অভিযুক্ত এমপিরাও জামিন না পেয়ে কারাগারে গেছেন। উচ্চ ও নিম্ন আদালত থেকে সরকারের বিরুদ্ধে অনেক রায় হয়, যেগুলো আমাদের জবাব দিতে হয়। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই এগুলো হয়।

তিনি বলেন, মূলত তারা (বিএনপি) যখন ক্ষমতায় ছিল, তখন বিচার বিভাগকে পরাধীন করে রেখেছিল। সেটিই তারা মনে মনে ভাবে। প্রকৃতপক্ষে বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ পূর্ণ মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে মধ্যম আয় থেকে উন্নত দেশ হবে। আর এজন্য সব বয়স ও পেশার মানুষকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। গত অর্থবছরে শতকরা ৮ দশমিক ১৩ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির দেশ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ, ক্যারিয়ার ফেয়ার পরিচালক অধ্যাপক খসরু মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এমএ হাসেম, এমএ কাসেম, মো. শাহজাহান, আজিম উদ্দিন আহমেদ এবং ইয়াসমীন কামাল, প্রোভিসি অধ্যাপক ড. ইসমাইল হোসেন প্রমুখ।সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে