ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ভারতে পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে প্রতিবাদ জানালেন সাংসদ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ২৮ ১২:২৩:৩৫
ভারতে পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে প্রতিবাদ জানালেন সাংসদ

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পেঁয়াজের দাম কোথাও কেজি প্রতি ৮০ টাকা। আবার কোথাও একশ টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ায় নাভিশ্বাস ওঠছে আমজনতার। দাম কমাতে সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তাতে ফল কিছুই হয়নি।

পেঁয়াজের মালা পরে বিধানসভায় ঢোকার আগে শিবচন্দ্র রাম বলেন, আমি ভেতরে এই মালা পরে যাব। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন। আমার দাবি, গরিবদের জন্য ১০ টাকা প্রতি কেজি মূল্যে পেঁয়াজ দিক সরকার।

এদিকে, বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ সরকার। তবে পেঁয়াজের দাম মুটেও কমেনি দিনদিন তা বেড়েই চলছে।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ