গুলশান হামলা : যেভাবে অর্থ সংগ্রহ করে জঙ্গিরা
অভিযোগপত্র থেকে জানা যায়, নব্য জেএমবির অন্যতম নেতা তানভীর কাদেরী তার নিজের ব্যবহৃত একটি প্রাইভেটকার ২০১৬ সালের ২০ এপ্রিল মো. মতিউর রহমান নামের এক ব্যক্তির কাছে ১২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে। সেই টাকা হলি আর্টিজান বেকারি হামলার কাজে খরচ করা হয়েছিল। আরেক সদস্য আসলাম হোসেন র্যাশ ৫০ হাজার টাকা তামীম আহমেদ চৌধুরী ও শরিফুল ইসলাম খালেদের মাধ্যমে সংগঠনে জমা দেয়। এ ছাড়া সরোয়ার জাহান ও তামীম চৌধুরীর কাছে হুন্ডির মাধ্যমে বিভিন্ন সময়ে সংগঠনের কাজের জন্য অর্থ এসেছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নব্য জেএমবির সাংগঠনিক কাজ চালানোর জন্য ১৮ লাখ টাকা ভারত থেকে হুন্ডির মাধ্যমে তামীমের বরাত দিয়ে সরোয়ার জাহানের কাছে আসে। ২০১৬ সালের ২৮ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে বাশারুজ্জামান চকলেট ও তানভীর কাদেরী ওই টাকা গ্রহণ করে। এ সময় বাশারুজ্জামান চকলেটের কোড ছিল ‘সাদা পাখি উড়ে যায়’। বাশারুজ্জামান চকলেট একটি নতুন সিম কিনে ও মোবাইলে যোগাযোগ করে টাকা উত্তোলন করে। এ ছাড়া বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত সংগঠনের সদস্যরা নিজ নিজ দায়িত্বাধীন এলাকা থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে সংগঠনের ব্যয় নির্বাহ করার জন্য তহবিলে জমা করে। সংগঠনের তহবিলে জমা করা টাকা থেকে সদস্যদের বাসা ভাড়াসহ আনুষঙ্গিক খরচ নির্বাহ হতো। অবশিষ্ট টাকা বিভিন্ন অপারেশনের কাজে ব্যয় করত।
এদিকে, হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা মামলায় বুধবার রায় ঘোষণা করবেন আদালত। গত ১৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায়ের দিন নির্ধারণ করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি গোলাম সারওয়ার খান (জাকির) বলেন, ‘কারাগারে থাকা ছয় আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হবে।’
কারাগারে থাকা ছয় আসামি হলো জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও হাদিসুর রহমান সাগর। এ ছাড়া এ মামলায় শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন পলাতক রয়েছে।
আলোচিত এ মামলায় গত বছরের ২৬ নভেম্বর মামলাটির বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে আটজন আসামি বিভিন্ন অভিযানে ও পাঁচজন হলি আর্টিজানে অভিযানের সময় নিহত হয়েছে। এ ছাড়া জীবিত আটজনের মধ্যে ছয়জন কারাগারে ও বাকি দুজন পলাতক। অভিযানে নিহত পাঁচ জঙ্গি হলো রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।
এ ছাড়া বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহত আটজন হলো তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। সেদিনই উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র ‘আমাক’ হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স’। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ তাদের দাবি অস্বীকার করে জানায়, আইএস নয়, নব্য জেএমবির সদস্যরা এ হামলা চালিয়েছে।
সুত্র:ntv
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- টি-টেন লিগে আকাশ ছোয়া মুল্যে দল পেলেন সৌম্য সরকার, দেখেনিন যে দলের হয়ে খেলবেন
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার
- যে কারণে সাকিবকে বাতিল ঘোষণা করলো আইসিসি
- ব্রেকিং নিউজ: বাতিল ঘোষণা করলো আইসিসি, মুখ খুললেন সাকিব