ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

অনুমতি ছাড়া সমাবেশের সাহস বিএনপির নেই: কাদের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ২৫ ১৪:৫৫:৩১
অনুমতি ছাড়া সমাবেশের সাহস বিএনপির নেই: কাদের

সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গত শনিবার রাজধানীতে সমাবেশ ডাকে বিএনপি। তবে যুবলীগের জাতীয় কংগ্রেসের কারণে পুলিশ তাদের অনুমতি দেয়নি। পরদিন রবিবার নয়াপল্টনে এই সমাবেশ করে বিএনপি। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আর সভা-সমাবেশ করতে তারা প্রশাসনের অনুমতি নেবেন না।

ফখরুলের ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে? এ বিষয়টি হাস্যকর ছাড়া কিছুই না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারিনি। আমাদের সময় এমনও হয়েছে মিটিংয়ের আগের দিন রাতে আমরা সভার অনুমতি পেয়েছি।’

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন নিয়েও কথা বলেন মন্ত্রী। মালিক-শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা পরিস্থিতি দেখেছেন। সংবাদমাধ্যম প্রথমে আমাদের পক্ষেই ছিল। তবে এ পরিস্থিতি চার-পাঁচ দিন থাকলে আর পক্ষে থাকত না।’

মন্ত্রী বলেন, ‘আইনটি টিকিয়ে রাখতে রয়েসয়ে এগোতে হবে। র‌্যাডিকাল কোনো সিদ্ধান্ত নিলেই হবে না, বাস্তবতা দেখতে হবে। বিধি প্রণয়ন করা হচ্ছে। সেটা হলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে।’

সড়ক পরিবহন আইন বাস্তবায়ন নিয়ে সরকার ‘কারও কাছে জিম্মি নয়’ বলেও এক প্রশ্নের জবাবে দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী। সুত্রঃ ঢাকাটাইমস

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে