ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মালয়েশিয়া পাচারকালে ২৫ রোহিঙ্গা উদ্ধার

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ২৪ ২০:২১:৫৯
মালয়েশিয়া পাচারকালে ২৫ রোহিঙ্গা উদ্ধার

উদ্ধার হওয়াদের বরাত দিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর জানান: সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ট্রলারে ওঠায় দালালচক্র। বেশ কিছু সময় সমুদ্রে নৌকা চালানোর পর শনিবার রাতে তাদেরকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে এনে নামিয়ে দেয়া হয়। এখান থেকে তাদেরকে অন্য নৌকায় করে মালয়েশিয়া নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১২ জন নারী, ১১ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে।স্থানীয়ভাবে সোনাদিয়ার লুৎফু দালালের কথা শোনা গেলেও উদ্ধার হওয়া লোকজন তাদেরকে নিয়ে আসা দালালের নাম-ঠিকানা বলতে পারছে না বলে জানান থানার ওসি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে