বিচারকরা মুক্ত মনে বিচার করতে পারেন না : মওদুদ

রোববার (২৪ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, রাজনীতির কারণে বিচারকরা মুক্ত মনে বিচার করতে পারেন না। এ কারণে বেগম খালেদা জিয়া এখনও জেলখানায়। তার জামিনের জন্য আমরা অনেক চেষ্টা করেছি, এখনও করছি কিন্তু রাজনৈতিক কারণে বিলম্বিত হয়েছে। এছাড়া জামিন নিয়ে সন্দেহও রয়েছে। সেজন্য বিকল্প পথ হলো আন্দোলন। শিগগিরই কর্মসূচি দিয়ে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সে কারণেই দেশে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মওদুদ বলেন, সরকার দেশে কোনো শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেননি। এ সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে।
শুদ্ধি অভিযান প্রসঙ্গে মওদুদ বলেন, এ অভিযান এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। এটা আমরা আগেই জানতাম। কয়দিন পর একটা ঘটনা ঘটে, তারপর আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। আমরা আর তার গভীরে যাই না। ছাত্রলীগ ও যুবলীগের যেসব নেতা-কর্মী ধরা পড়েছে তাদের দিয়েই সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু এদের বাইরেও শত শত নেতাকর্মী রয়েছে যারা ক্যাসিনো কাণ্ডে লিপ্ত। আজকে আওয়ামী লীগের এমন কোন নেতা নেই যিনি অগাধ সম্পদের মালিক হননি।
বিএনপির এ নেতা বলেন, একদিকে মানুষ নিঃস্ব, দারিদ্র্যসীমার নিচের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কিছু সংখ্যক মানুষের হাতে অর্থ চলে যাচ্ছে। এ কারণেই সমাজে বৈষম্য দেখা দিয়েছে।
ব্যাংক খাতে কোনো শৃঙ্খলা নেই উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে। যার হিসাব তারা এখনো দিতে পারেনি। হলমার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপের বিচার এখনও হয়নি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এজেড এম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফুদ্দিন সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান প্রমুখ। সুত্রঃ জাগোনিউজ২৪
সারাদেশ - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)
- বরবাদ, জংলি ও দাগী মুভির চতুর্থ দিনের কালেকশন
- বক্স অফিস আপডেট: রেকর্ড আয় বরবাদ ও সিকান্দার সিনেমার
- ঈদের ৬ দিনে কত কোটি আয় করলো বরবাদ, সিকান্দার ও জংলি
- শাকিব খানের ‘বরবাদ’: আয়ের নতুন রেকর্ড
- শাকিব খানের ‘বরবাদ’ বক্স অফিসে নতুন রেকর্ড গড়ছে!
- ঈদে বক্স অফিসে দাপট: ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’র ৬ দিনের আয়
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- শুল্ক ঘোষণার সময় বাংলাদেশ কে নিয়ে একটি অবিশ্বাস্য কথা বলেছেন ট্রাম্প
- মাশরাফি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন
- বরবাদ মুভি: বক্স অফিসে দুর্দান্ত সফলতা, অন্য সিনেমাগুলোর তুলনায় শীর্ষে
- আইপিএলে রাবাদার জায়গায় মুস্তাফিজ: গুজরাট টাইটান্সে নতুন চমক!
- মালয়েশিয়ান রিংগিত রেটের বিশাল লম্বা লাফ (৩ এপ্রিল ২০২৫)
- এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড