ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সিঙ্গাপুরে জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সর্বশেষ অবস্থা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ২৪ ১২:৪৯:৩৯
সিঙ্গাপুরে জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সর্বশেষ অবস্থা

এ বিষয়ে এন্ড্রু কিশোরের সঙ্গে আলাপ করে তার শারীরিক অবস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন মোমিন।

তিনি লেখেন, ‘গত ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা শেষে ১৮ সেপ্টেম্বর এন্ড্রু’দার বায়োপসি রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব মেলে। অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘ সময় এই চিকিৎসার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।’

তিনি লেখেন, ‘এছাড়া ২৬ নভেম্বর মঙ্গলবার থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে বলে সেখানকার ডাক্তার জানিয়েছেন। বর্তমানে তার শরীর অনেকটা ভালো। যথাযথভাবে চিকিৎসা চলছে বলে এন্ড্রু’দা অবগত করেছেন। তার এই চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিনমাস চলবে বলে ডাক্তার জানিয়েছেন। দেশের সর্বস্তরের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই। হাতে গোনা সংগীতাঙ্গনের যে কয়জন মানুষ দাদার এই দুঃসময়ে পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এছাড়াও যারা এন্ড্রু’দার সার্বিক পরিস্থিতি জেনেও দূরে সরে আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।’

তিনি আরও লেখেন, ‘এন্ড্রু’দাকে ক্যারিয়ারের শুরুতেই বলিউডে ক্যারিয়ার গড়ার প্রস্তাব দিয়েছিলেন প্রখ্যাত সংগীত পরিচালক আর ডি বর্মণ। তার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জন্মভূমিতেই গত ৪০টি বছর ধরে সবমিলিয়ে প্রায় ১৫ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। পেয়েছেন ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একজন এন্ড্রু কিশোর যুগে যুগে জন্মান না, কয়েক শতকে হয়তো একবার জন্ম নেন। আসুন তার এই দুঃসময়ে পাশে থেকে মানসিক সমর্থন দিই এবং সর্বোপরি তার সুস্থতার জন্য দোয়া করি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে